Lyrics

পোড়া কপাল, পোড়া, লইল না মোর জোড়া পিরিতিরই সুখ আমার সইল না, সইল না ভালোবাসার পাখি দিলো বুঝি ফাঁকি হৃদপিঞ্জিরার মাঝে সে রইল না, রইল না পোড়া কপাল, পোড়া, লইল না মোর জোড়া পিরিতিরই সুখ আমার সইল না, সইল না ভালোবাসার পাখি দিলো বুঝি ফাঁকি হৃদপিঞ্জিরার মাঝে সে রইল না, রইল না আহারে যায় বনের পাখি, সন্ধ্যায় ফেরে ডাকি ডাকি আহারে যায় বনের পাখি আশায় গেল থাকি থাকি, বন্ধু, ফেরা হইল না, হইল না পোড়া কপাল, পোড়া, লইল না মোর জোড়া পিরিতিরই সুখ আমার সইল না, সইল না আষাঢ় মাসে নদী হাসে, নৌকা যখন বুকে ভাসে আষাঢ় মাসে নদী হাসে বন্ধু রইল পরবাসে, উজান-ভাটি বাইল না, বাইল না পোড়া কপাল, পোড়া, লইল না মোর জোড়া পিরিতিরই সুখ আমার সইল না, সইল না সৈয়দ দুলাল বন্ধুশোকে জগত দেখে নিন্দার চোখে সৈয়দ দুলাল বন্ধুশোকে "বন্ধু" ডাকল নিজ মুখে, বন্ধু কেন হইল না, হইল না? পোড়া কপাল, পোড়া, লইল না মোর জোড়া পিরিতিরই সুখ আমার সইল না, সইল না
Writer(s): Shan Shaik, Syed Dulal Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out