Lyrics

প্রাণবন্ধুর পিরিতে, সখী, হইলাম আমি ঘরছাড়া প্রাণবন্ধুর পিরিতে, সখী, হইলাম আমি ঘরছাড়া লোকে বলে কলঙ্কিনী কুলহারা, কুলহারা লোকে বলে কলঙ্কিনী কুলহারা প্রাণবন্ধুর পিরিতে, সখী, হইলাম আমি ঘরছাড়া প্রাণবন্ধুর পিরিতে, সখী, হইলাম আমি ঘরছাড়া লোকে বলে কলঙ্কিনী কুলহারা, কুলহারা লোকে বলে কলঙ্কিনী কুলহারা বন্ধুর প্রেমে এমন জ্বালা লাগে না রে কিছু ভালা বন্ধুর প্রেমে এমন জ্বালা লাগে না রে কিছু ভালা অন্তর পুড়ে হয় রে কালা, বোঝে না বাঁচা-মরা অন্তর পুড়ে হয় রে কালা, বোঝে না বাঁচা-মরা লোকে বলে কলঙ্কিনী কুলহারা, কুলহারা লোকে বলে কলঙ্কিনী কুলহারা ঘুম আসে না, জেগে থাকি দমে দমে তারে ডাকি ঘুম আসে না, জেগে থাকি দমে দমে তারে ডাকি দুই নয়নে ছবি আঁকি, মন থাকে পাগলপারা দুই নয়নে ছবি আঁকি, মন থাকে পাগলপারা লোকে বলে কলঙ্কিনী কুলহারা, কুলহারা লোকে বলে কলঙ্কিনী কুলহারা যায় না বলা, যায় না কওয়া নাই রে পথ্য, নাই রে দাওয়া যায় না বলা, যায় না কওয়া নাই রে পথ্য, নাই রে দাওয়া তারে পাওয়া, তারে চাওয়া - ভাবে না মন সে ছাড়া তারে পাওয়া, তারে চাওয়া - ভাবে না মন সে ছাড়া লোকে বলে কলঙ্কিনী কুলহারা, কুলহারা লোকে বলে কলঙ্কিনী কুলহারা প্রাণবন্ধুর পিরিতে, সখী, হইলাম আমি ঘরছাড়া প্রাণবন্ধুর পিরিতে, সখী, হইলাম আমি ঘরছাড়া লোকে বলে কলঙ্কিনী কুলহারা, কুলহারা লোকে বলে কলঙ্কিনী কুলহারা
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out