Featured In

Credits

PERFORMING ARTISTS
D RE W
D RE W
Performer
COMPOSITION & LYRICS
Shayan Chowdhury Arnob
Shayan Chowdhury Arnob
Composer
PRODUCTION & ENGINEERING
D RE W
D RE W
Mixing Engineer

Lyrics

কখনও জানতে চাসনি তোকে কত খুঁজেছি যে কিভাবে কখনও ডুবুরির বেশে, রাঙ্গা মাটি পথ শেষে, কত কিভাবে কখনও বুঝতে চাসনি আমি বলতে চেয়েছি যেভাবে তোর নরম হাতের বোনা শীতের চাদরে ঘুমকাতুরে কখনও জানতে চাসনি তোকে কত খুঁজেছি যে কিভাবে কখনও ডুবুরির বেশে, রাঙ্গা মাটি পথ শেষে, কত কিভাবে কখনও বুঝতে চাসনি আমি বলতে চেয়েছি যেভাবে তোর নরম হাতের বোনা শীতের চাদরে ঘুমকাতুরে তুই বললে কথা শীতের রোদহীন দুপুর রোদ জ্যোৎস্নায় মেখে রুপো হয়ে যেতো, হয়ে যেতো তুই বললে কথা অমাবস্যা রাতও আকাশের কালো চিরে আলো জ্বেলে দিতো, জ্বেলে দিতো তুই বললে কথা শীতের রোদহীন দুপুর রোদ জ্যোৎস্নায় মেখে রুপো হয়ে যেতো, হয়ে যেতো তুই বললে কথা অমাবস্যা রাতও আকাশের কালো চিরে আলো জ্বেলে দিতো, জ্বেলে দিতো তুই বললে, তুই বললে, তুই বললে তুই বললে, তুই বললে, তুই বললে আজ হতে অনেক শীত-বসন্ত আগে আমার সব মন খারাপের রাতে আজ হতে অনেক শীত-বসন্ত আগে আমার সব মন খারাপের রাতে রাত জোনাকির মিষ্টি গানে ঘুম পাড়াতিস আমায় এনে ঘুম ভাঙাতিস আমার কানে প্রজাপতির কলতানে হাত বাড়াতিস আজ হতে অনেক আগে কখনও দেখতে চাসনি আমি দেখতে চেয়েছি কিভাবে যেভাবে গাছের ফাঁকের কোনো চাঁদের আলোয় পথ দেখাবে কখনও শুনতে চাসনি তোকে বলতে চেয়েছি যেভাবে বলেছি তোর কানে, কিন্তু গোপনে, ভোরের আজানে তুই বললে কথা সেদিন চৈত্র মাসও অকালে বসন্তের ফুলে ভরে যেতো, ভরে যেতো তুই বললে কথা শিউলি ফুলের কুঁড়ি ভোরের বদলে বিকেলে তারা ফুটে যেতো, ফুটে যেতো তুই বললে কথা শীতের রোদহীন দুপুর রোদ জ্যোৎস্নায় মেখে রুপো হয়ে যেতো, হয়ে যেতো তুই বললে কথা অমাবস্যা রাতও আকাশের কালো চিরে আলো জ্বেলে দিতো, জ্বেলে দিতো তুই বললে, তুই বললে, তুই বললে তুই বললে, তুই বললে, তুই বললে তুই বললে, তুই বললে তুই বললে, তুই বললে তুই বললে, তুই বললে তুই বললে
Writer(s): Shayan Chowdhury Arnob Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out