Music Video

Meghdol | Kobial | Meghdol (2005) | Remastered
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Meghdol
Meghdol
Performer
COMPOSITION & LYRICS
Meghdol
Meghdol
Songwriter
Masud Hasan Ujjal
Masud Hasan Ujjal
Composer

Lyrics

ভীষণ গন্ধ ডুমুর ফুলে মাকালের লাল মেখে শুকনো নদী বুকে রাতের রোদ্দুরে, বুনেছি ঘাসফুল কবিতা তুমি কবের কবিতা? কাক ডাকা ভোরে, হৃদয় উজাড় করে গদ্যের যুক্তিতে ছন্দ শেখাও? আমি কবিয়াল নই আমি কবিয়াল নই, নই গানের মিছিল কোন আমি কবিয়াল নই, নই গানের মিছিল কোন মগজের বালুচরে, ভীষণ অসম্ভবে শুভ্র হাসি আঁকে, এই কালো ছেলে মগজের বালুচরে, ভীষণ অসম্ভবে শুভ্র হাসি আঁকে, এই কালো ছেলে ভীষণ গন্ধ ডুমুর ফুলে বখাটে রাতে চোখ বুজি (বখাটে রাতে চোখ বুজি) ভূত নয়,পাই স্বপ্ন ভয় (ভূত নয়,পাই স্বপ্ন ভয়) বখাটে রাতে চোখ বুজি (বখাটে রাতে চোখ বুজি) ভূত নয়,পাই স্বপ্ন ভয় (ভূত নয়,পাই স্বপ্ন ভয়) দেখি ভেঙচি কাটে, দেখি ভেঙচি কাটে দেখি ভেঙচি কাটে, দেখি আধমরা সভ্যতা দেখি ভেঙচি কাটে, দেখি ভেঙচি কাটে দেখি ভেঙচি কাটে, দেখি আধমরা সভ্যতা শুকনো পেটে যখন, ছুঁচোয় দিচ্ছে ডন মনে হয়, আমি কোন শিল্পী নই শুকনো পেটে যখন, ছুঁচোয় দিচ্ছে ডন মনে হয়, আমি কোন শিল্পী নই আমি শিল্পী নই, নই রঙের ধারা কোন আমি শিল্পী নই, নই রঙের ধারা কোন স্পর্ধার আগুনে গড়া, বাঙালি দেহখানা কাঙালের মতো কোন স্বপ্ন দেখে না স্পর্ধার আগুনে গড়া, বাঙালি দেহখানা কাঙালের মতো কোন স্বপ্ন দেখে না ভীষণ গন্ধ ডুমুর ফুলে মাকালের লাল মেখে শুকনো নদী বুকে রাতের রোদ্দুরে, বুনেছি ঘাসফুল কবিতা তুমি কবের কবিতা? কাক ডাকা ভোরে, হৃদয় উজাড় করে গদ্যের যুক্তিতে ছন্দ শেখাও? আমি কবিয়াল নই আমি কবিয়াল নই, নই গানের মিছিল কোন আমি কবিয়াল নই, নই গানের মিছিল কোন আমি কবিয়াল, আমি কবিয়াল আমি কবিয়াল নই, নই গানের মিছিল গানের মিছিল, গানের মিছিল কোন
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out