Lyrics

তুমি আমার ৫২ তাস, শেষ দানেও আছি তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি তুমি আমার ৫২ তাস, শেষ দানেও আছি তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি সম্ভাবনার এপিঠ-ওপিঠ, শেষ মুদ্রায় রাজি কার ঘরে যায় করতালি, পুড়ছে আলোর বাজি তুমি আমার ৫২ তাস, শেষ দানেও আছি তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি কার ঘরে দান ছুটছে ঘোড়ায় দেখো ওই উল্লাসে গ্যালারি পড়ছে ফেটে চিল-চিৎকার মন জুয়ারীর বাড়ি পাশার দান যাক না ঘুরে, কালকে নাহয় আজি তুমি আমার ৫২ তাস, শেষ দানেও আছি তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি তুমিই প্রথম, বলি না এমন, শেষ হতে পারো কি? তাই নিয়েছি শেষ বিকেলে নিঃস্ব হওয়ার ঝুঁকি শেষ বিকেলের একরোখা জেদ, আশার ঘোরে বাঁচি তুমি আমার ৫২ তাস, শেষ দানেও আছি তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি তুমি আমার ৫২ তাস, শেষ দানেও আছি তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি সম্ভাবনার এপিঠ-ওপিঠ, শেষ মুদ্রায় রাজি কার ঘরে যায় করতালি, পুড়ছে আলোর বাজি তুমি আমার ৫২ তাস, শেষ দানেও আছি তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি
Writer(s): Gabriel Hubert Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out