Listen to Char Deyaler Modhye Nanan Drishyake by Manna Dey

Char Deyaler Modhye Nanan Drishyake

Manna Dey

Indian Folk

Lyrics

চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে আকাশ করে ছাদটাকে বাড়াই যদি হাতটাকে মুঠোয় ধরি দিনের সূর্য-তারার রাতটাকে আকাশ করে ছাদটাকে বাড়াই যদি হাতটাকে মুঠোয় ধরি দিনের সূর্য-তারার রাতটাকে বিশ্ব রূপের দৃশ্য দেখায় চোখের অবিশ্বাস্যকে চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে কলম ঘিরে ছায়ার মতো সঙ্গিনীরা আসে কাব্য করে সঙ্গী খুঁজে মিলাই সঙ্গহীনা, সর্বহীনা, মৃত্যুহীনার পাশে কলম ঘিরে ছায়ার মতো সঙ্গিনীরা আসে কাব্য করে সঙ্গী খুঁজে মিলাই সঙ্গহীনা, সর্বহীনা, মৃত্যুহীনার পাশে আমার মনের দরজাতে খিল দিয়ে মন আটকাতে সঙ্গিনী কেউ আসেনি তো প্রেমের প্রদীপ হাতে আমার মনের দরজাতে খিল দিয়ে মন আটকাতে সঙ্গিনী কেউ আসেনি তো প্রেমের প্রদীপ হাতে কবে যে তার পড়বে মনে আমার মতো নিঃস্বকে চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে
Writer(s): Sudhin Dasgupta Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out